শ্রীল জয়পতাকা স্বামী মহারাজের পক্ষ থেকে ত্রিবিক্রম মাসের বার্তা
(১৩ই মে – ১১ই জুন, ২০২৫)

আমার প্রিয় দীক্ষা, আশ্রিত, আকাঙ্ক্ষী, শিক্ষা, প্রশিষ্য-শিষ্যা ও শুভাকাঙ্ক্ষীবৃন্দ,

উপযুক্ততা অনুসারে আমার আশীর্বাদ ও শুভেচ্ছা গ্রহণ করুন।

জয় শ্রীল প্রভুপাদ!

আমার হোমবেজ থেকে লিখিত: শ্রী মায়াপুর চন্দ্রোদয় মন্দির

তারিখ: ১১ই জুন, ২০২৫

আমি পানিহাটি মহোৎসবের জন্য যুক্তরাষ্ট্রের আটলান্টায় ভ্রমণ করতে চেয়েছিলাম এবং তারপর কলকাতা রথযাত্রায় ফিরে আসতে চেয়েছিলাম। কিন্তু রথযাত্রা হলো ২৭শে জুন এবং তারপর জুলাই মাসের শুরুতে আমার ব্যুরো মিটিং আছে। তো আমার স্বাস্থ্যদল বললো যে, গিয়ে ফিরে আসা এটি আমার জন্য খুব জলদি হয়ে যাবে এবং তারা পরামর্শ দিয়েছে যে, আমি যেন উল্টো রথের পর ভ্রমণ করি।

এই বছর ছিল আটলান্টায় পানিহাটি মহোৎসবের ৫০ বছর পূর্তি। যখন ১৯৮০ সালে আমি প্রথম সেই মন্দিরে গিয়েছিলাম, তারা আমাকে বলেছিল যে শ্রীল প্রভুপাদ আটলান্টা মন্দিরের নাম দিয়েছেন নব পানিহাটি ধাম। কিন্তু তাদের চিড়া-দধি মহোৎসব সম্বন্ধে কোন অভিজ্ঞতা ছিল না। পাশ্চাত্যে কারো কোন ধারণাই ছিল না পানিহাটি কী, এর দ্বারা কী বোঝায়, সম্পূর্ণ বিষয়টি আসলে কী। অবশ্যই শ্রীচৈতন্য চরিতামৃতে সম্পূর্ণ চিড়া-দধি উৎসবের লীলা বর্ণিত আছে। পানিহাটি হলো ভগবান শ্রীচৈতন্য মহাপ্রভুর লীলার অত্যন্ত, অত্যন্ত বিশেষ একটি স্থান এবং এটিই হলো বাংলার প্রথম স্থান যেখানে ভগবান শ্রীনিত্যানন্দ প্রভু জগন্নাথপুরী থেকে তাঁর সংকীর্তন দল নিয়ে এসেছিলেন।

যখন আমি সেখানে গিয়েছিলাম, আমরা ১৮ প্রকারের বিভিন্ন পদ দিয়ে চিড়া-দধি উৎসব শুরু করেছিলাম। তারপর একবার যখন আমার পূর্বাশ্রম মাতা চিড়া-দধি উৎসবের জন্য নব পানিহাটি ধাম পরিদর্শন করেছিলেন, তখন তিনি পরামর্শ দিয়েছিলেন চিড়া-দধি পাত্রের নিলাম করতে এবং এর মাধ্যমে মন্দিরের জন্য অনুদান সংগ্রহ করতে। আমরা এটি চেষ্টা করেছিলাম এবং তা অত্যন্ত সফল হয়েছিল। তো নব পাটিহাটি ধামে সময় বাঁচানোর জন্য তারা মানুষদের এই মাটির পাত্রগুলি অনুদানের সুযোগ দেয় এবং তারা ৩ বা ৪টি পাত্র নিলাম করে। আমি শুনেছি যে, ইসকন লন্ডনে তারা পানিহাটি পাত্রের নিলামের পাশাপাশি ভক্তদের অনুপ্রাণিত করে এক সেট গ্রন্থ সংগ্রহ করতে।

এখানে মায়াপুরে আমাদের চমৎকার পানিহাটি উৎসব হয়েছে। আমাকে প্রদত্ত শ্রীল প্রভুপাদের নির্দেশাবলির মধ্যে অন্যতম একটি হলো মায়াপুর ধামের উন্নয়ন সাধন। শ্রীল প্রভুপাদ আমাকে বলেছিলেন যে, “আমি তোমাকে ভগবৎ রাজ্য দিলাম। এখন তুমি এর উন্নয়ন সাধন করো।” তখন থেকে আমি যতদূর সম্ভব বিভিন্ন উপায়ে মায়াপুর ধামের উন্নয়ন সাধনের চেষ্টা করে চলেছি। কোভিডের সময় লকডাউনে আমি এখানে মায়াপুরে ছিলাম। সেই সময়ে আমরা একটি পানিহাটি উৎসব করেছিলাম। আমি সহ-পরিচালকবর্গকে অনুরোধ করেছিলাম প্রতি বছর মায়াপুরে তা পালন করতে এবং তারা সম্মত হয়েছিলেন। তো এখন তারা বলেছেন যে, এটিকে তারা শ্রী শ্রী পঞ্চতত্ত্বের সন্তুষ্টি বিধানের জন্য মায়াপুরের বাৎসরিক উৎসবে পরিণত করবেন। আমি দেখে অত্যন্ত আনন্দিত হয়েছি যে, সমস্ত ভক্তেরা উৎসাহের সঙ্গে উৎসবে যোগদান করেছে। কোন না কোনভাবে মায়াপুরে তারা নিলাম করতে পারেনি কিন্তু তারা বলেছে যে, আগামী বছর তারা তা করবে। শ্রীমৎ ভক্তিবিজয় ভাগবত স্বামী মহারাজ একদিনের ‘নিতাই-পানিহাটি ম্যারাথনের’ আয়োজন করেছিলেন এবং তিনি ৪৮৬ সেট শ্রীচৈতন্য চরিতামৃত বিতরণ করেছেন। শ্রী মায়াপুর ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীরা ১৭ই মে পৃথকভাবে পানিহাটি মহোৎসব উদযাপন করেছিল। তো বিশ্বের বিভিন্ন স্থানে পানিহাটি উৎসবটি উদযাপিত হয়েছে। শ্রীল প্রভুপাদ আমাকে পানিহাটিতে একটি মন্দির নির্মাণের নির্দেশ দিয়েছিলেন এবং আমার এখনও এই সেবার কোন সচিব নেই। শ্রীল প্রভুপাদ চাইতেন যেখানে মূল বটবৃক্ষটি রয়েছে, সেখানে একটি মন্দির নির্মাণ করতে। নিচ তলাটি খোলা থাকবে এবং তৃতীয় তলায় শ্রীবিগ্রহগণ থাকবেন।

আজ স্নান পূর্ণিমা এবং রাজাপুরে অত্যন্ত বিশেষ ভগবানের এই স্নানযাত্রা মহোৎসব পালিত হয়েছে। অনেক ভক্ত এবং গ্রামবাসীরা আজকের দিনে ভগবান জগন্নাথ, বলদেব, সুভদ্রা এবং সুদর্শনদেবকে স্নান করাতে আসে। গত মাসে আমরা দিঘা জগন্নাথ মন্দিরের উদ্বোধন করেছি এবং মন্দিরের ব্যবস্থাপনা দলের সদস্য শ্রীমান রাধারমণ দাসের কাছ থেকে আমি মন্দির সম্পর্কে নিয়মিত বার্তা পাই। অনেক বিদেশি ভক্তেরা মন্দির দর্শন করেছে এবং কীর্তন, গ্রন্থ বিতরণ এবং অন্যান্য অনেক সেবা করেছে। স্থানীয় সংবাদপত্রসমূহেও তা প্রকাশিত হয়েছে। হাজার হাজার স্থানীয় তীর্থযাত্রী প্রতিদিন মন্দির দর্শন করছে। মায়াপুরের অনেক ভক্ত এবং মায়াপুর ইনস্টিটিউটের একটি ভক্তদল মন্দির দর্শন করেছে এবং কীর্তন ও গ্রন্থ বিতরণ করেছে। তাই এটি আমাদের জন্য প্রচারের একটি মহাসুযোগ।

নৃসিংহ চতুর্দশীর এক সপ্তাহ পর আমার জ্বর ও কিছু সংক্রমণ হয়, যার জন্য আমার চিকিৎসা করা হয়। এবং তাই আমার কণ্ঠস্বর অত্যন্ত ক্ষীণ হয়ে আসে এবং এখনও আমার কণ্ঠস্বর ক্ষীণ। যাই হোক, আমি শ্রীল প্রভুপাদের প্রতি আমার সেবা অব্যাহত রেখে চলেছি। তিনি আমাদের শিখিয়েছেন যে, আমাদের অত্যন্ত সাবধান থাকা উচিত কৃষ্ণভাবনামৃত ছাড়া এক মুহূর্ত সময়ও যেন আমরা নষ্ট না করি। আমি আমার প্রাত্যহিক জপ ও গ্রন্থ অধ্যয়ন করেছি, বিভিন্ন মিটিংয়ে অংশগ্রহণ করেছি, ভক্তদের দীক্ষা দিয়েছি, উৎসবে অংশগ্রহণ করেছি এবং অন্যান্য অনেক সেবা করেছি। কখনো কখনো আমার সচিবেরা আমাকে বলে যে, আমার কণ্ঠস্বরকে আমার বিশ্রাম দেওয়া উচিত। তাই তখন আমি বিভিন্ন ডকুমেন্ট, ইমেইল ইত্যাদি শ্রবণ করি এবং আমার হস্তভঙ্গি অথবা ন্যূনতম শব্দ ব্যবহার করে উত্তর প্রদান করি যেন আমার কণ্ঠে খুব চাপ না পড়ে। আমার ডায়ালাইসিস কক্ষে একটি বড় পর্দা রয়েছে, তাই ডায়ালাইসিসের সময়টি আমি ভক্তদের পাঠানো ভিডিও প্রতিবেদন দেখতে এবং বিভিন্ন ডকুমেন্ট দেখতে কাজে লাগাই। আরও শিষ্যেরা যেন ভিডিও প্রতিবেদন পাঠায় আমি সেই অপেক্ষায় রয়েছি এবং তারা যদি তা পাঠায়, তাহলে অনেক ভালো হবে।

আমি চাই সকল ভক্তেরা ভগবদ্ভক্তিতে অত্যন্ত উৎসাহী হোক এবং তাহলে তারা কৃষ্ণভাবনামৃতে অতি শীঘ্রই প্রগতি লাভ করতে পারবে। আমি কৃষ্ণভাবনামৃত আন্দোলনে যোগদান করার প্রথম বর্ষে কানাডার মন্ট্রিয়লে ছিলাম এবং আমাকে মন্ট্রিয়ল মন্দিরের তৃতীয় অধ্যক্ষ হিসেবে নিযুক্ত করা হয়, কেননা শ্রীল প্রভুপাদ আমাকে যে সেবা-ই দিতেন, আমি উৎসাহের সাথে তা করতাম। সকল ভক্তেরা ভগবদ্ভক্তিতে অগ্রগতি সাধনে সক্ষম হওয়া উচিত যাতে তারা ভক্তিযোগরূপ সমুদ্রের অমৃত আস্বাদন করতে পারে। ভক্তিযোগ বা ভগবদ্ভক্তি একটি অমৃতসিন্ধু, কিন্তু ভক্তদের বিধিনিষেধসমূহ পালন ও নিয়মিত জপ ইত্যাদি অনুসরণের মাধ্যমে ভগবদ্ভক্তি অনুশীলন করতে হবে এবং এইভাবে তারা কৃষ্ণভাবনামৃতে এগিয়ে যেতে পারবে। আমি আশা করি তোমরা সকলে অব্যর্থভাবে প্রতিদিন কমপক্ষে ১৬ মালা জপ করবে এবং চার নিয়ম পালন করবে। ভগবানের দিব্যনাম জপ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ থেকে অভিন্ন। ভগবান শ্রীচৈতন্য মহাপ্রভু যেমন তাঁর বিরচিত শিক্ষাষ্টকের প্রথম শ্লোকে বলেছেন যে, হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন হলো আমাদের চিত্তরূপ দর্পণকে জড় জগতের সমস্ত প্রকার কলুষতা থেকে মার্জনের পন্থা।

সম্প্রতি কিছু ভক্তেরা আমাকে লিখেছে যে তারা ভুলবশত আমিষ উপাদান সমন্বিত কোন খাবার খেয়ে নিয়েছে। আমাদের খাদ্যবস্তুর উপাদানসমূহ যাচাই করে দেখার ক্ষেত্রে অত্যন্ত সতর্ক হতে হবে, সেখানে পেঁয়াজ, রসুন, ডিম ইত্যাদি আছে কিনা ভালোভাবে দেখে নিতে হবে। আমি যখনই ভ্রমণ করি, সাথে প্রসাদ নিয়ে যাই এবং আমি কেবল তাই গ্রহণ করি। উড়োজাহাজে আমি কেবল কিছু ফল অথবা সালাদ গ্রহণ করি। কেননা আমরা তাদের উপর নির্ভর করতে পারি না। তাই আমাদের খুব সাবধান হতে হবে আমরা যেন আমিষ জাতীয় খাদ্যবস্তু গ্রহণ না করি, অবৈধ যৌনসঙ্গ না করি, দ্যূতক্রীড়া না করি এবং নেশা গ্রহণ না করি।

আমি চাই আমার সমস্ত শিষ্যরা যেন শ্রীল প্রভুপাদের গ্রন্থাবলি পদ্ধতিগতভাবে অধ্যয়ন করে, ডিগ্রিসমূহ লাভ করে এবং প্রচার করে। এবং তারা যা প্রচার করছে, তা যেন তারা নিজেদের জীবনে পালন করে। আমি আশা করি, যারা ভক্তিজীবনে বরিষ্ঠ সদস্য রয়েছে, তারা যেন কনিষ্ঠ ভক্তদের যত্ন গ্রহণ করে। একজন সত্যিকারের ভক্ত অবশ্যই একজন যত্নশীল ব্যক্তিও হবেন। প্রথমে নিজেদের পারমার্থিক অনুশীলনের মাধ্যমে অন্যদের সহায়তা করার জন্য যোগ্য হয়ে উঠতে হবে। একবার একটি ঘটনায় একটি ছেলে নদীতে পড়ে ডুবে যাচ্ছিল। তাই ছেলেটির বাবা তাকে রক্ষা করতে নদীতে ঝাঁপ দেয়, কিন্তু তারপর সে বুঝতে পারে সে নিজেই সাঁতার জানত না। তাই পিতা-পুত্র দুজনেই মারা গেল। তাই ঠিক যেমন কেউ দেহরক্ষী হতে চাইলে তাকে প্রথমে সাঁতার শিখতে হয় এবং জীবনরক্ষার কৌশলসমূহ সম্পর্কে প্রশিক্ষণ নিতে হয়, তাই আমরা চাই ভক্তেরা ঐকান্তিকভাবে কৃষ্ণভাবনামৃত অনুশীলন করুক এবং তাদের চরিত্র সুগঠিত হোক ও তারা পারমার্থিক জ্ঞানে উন্নত হোক এবং অন্যদের সাহায্য করুক। অন্যদের সাহায্য করার পূর্বে প্রথমে আপনাদের নিজেদের জীবনে পারমার্থিক শিক্ষার অনুশীলন করা উচিত। তাই এখন আপনি একজন শিক্ষার্থী হতে পারেন, কিন্তু পরবর্তীতে আপনি একজন শিক্ষক হবেন; তাই এই দায়িত্ব গ্রহণের জন্য আপনাকে নিজেকে প্রস্তুত করতে হবে।

আমি আপনাদের সকলের জন্য প্রার্থনা করছি আপনারা যেন ভগবদ্ভক্তিতে দৃঢ় নিষ্ঠাবান হতে পারেন।

আপনাদের নিত্য শুভেচ্ছক,
জয়পতাকা স্বামী

JPS/ssdb