শ্রীল জয়পতাকা স্বামী মহারাজের পক্ষ থেকে মধুসূদন মাসের বার্তা (১৪ই এপ্রিল – ১২ই মে, ২০২৫)

আমার প্রিয় দীক্ষা, আশ্রিত, আকাঙ্ক্ষী, শিক্ষা, প্রশিষ্য-শিষ্যা ও শুভাকাঙ্ক্ষীবৃন্দ,

উপযুক্ততা অনুসারে আমার আশীর্বাদ ও শুভেচ্ছা গ্রহণ করুন।
জয় শ্রীল প্রভুপাদ!

আমার হোমবেজ থেকে লিখিত: শ্রী মায়াপুর চন্দ্রোদয় মন্দির
তারিখ: ১১ই মে, ২০২৫

আজ ভগবান শ্রী নৃসিংহদেবের পরম মঙ্গলময় আবির্ভাব তিথি। শ্রীধাম মায়াপুরে ১৯৮৬ সাল থেকে আমরা প্রহ্লাদ মহারাজসহ স্থাণু নৃসিংহদেবের সেবাপূজা করে আসছি। তাঁর রূপটি উগ্র। তিনি কেবল স্তম্ভ থেকে বেরিয়ে এসেছেন এবং দৈত্য হিরণ্যকশিপুকে খুঁজছেন। কিন্তু ভক্তদের জন্য তিনি সুরক্ষা প্রদানকারী। হিরণ্যকশিপু তার ৫ বছরের পুত্র প্রহ্লাদকে হত্যা করার জন্য প্রস্তুত ছিল। কিন্তু প্রহ্লাদ মহারাজ তাঁর সমস্ত বন্ধুদের নিকট কৃষ্ণভাবনামৃত প্রদান করছিলেন। শ্রীল প্রভুপাদ আমাদের ভগবান নৃসিংহদেবের পূজার সাথে পরিচিত করেছেন। একবার যখন শ্রীল প্রভুপাদ অসুস্থ ছিলেন, তিনি বলেছিলেন যে, ভক্তরা গুরুদেবের স্বাস্থ্য পুনরুদ্ধারের জন্য ভগবান নৃসিংহদেবের কাছে প্রার্থনা করতে পারে। আমাদের পরমগুরু কৃষ্ণকৃপাশ্রীমূর্তি শ্রীল ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদও যোগপীঠ মন্দিরে ভগবান শ্রীনৃসিংহদেবকে প্রতিষ্ঠা করেছিলেন। এছাড়াও শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর রচিত একটি বিশেষ ভজন আছে, যেখানে তিনি নৃসিংহদেবের কাছে প্রার্থনা করছেন যেন ভগবান কৃপাপূর্বক তাঁর পাদপদ্ম তার মস্তকে স্থাপন করে তাকে আশীর্বাদ করেন যাতে তিনি এখানে, এই মায়াপুরে, এই নবদ্বীপ ধামে শ্রী শ্রী রাধামাধবের সেবা করতে পারেন। তো নৃসিংহদেবের কৃপায় আমরা রাধামাধবের পূজা করতে পারি। আমি শ্রী শ্রী প্রহ্লাদ নৃসিংহদেবের সম্মুখে আমার সমস্ত দীক্ষিত, আশ্রিত ও আকাঙ্ক্ষী শিষ্য-শিষ্যা, প্রশিষ্য-শিষ্যা ও শিক্ষা শিষ্য-শিষ্যাদের জন্য বিশেষ প্রার্থনা নিবেদন করেছি। আমি প্রার্থনা করি যে, তাদের ভক্তিপথের যেকোন বাধা যেন দূর হয় এবং তারা যেন শুদ্ধভক্তিতে স্থিত হয়। আমি সমস্ত ইসকন ভক্তদের জন্যও প্রার্থনা করছি। আমার বিশেষ ইমেইল আইডি রয়েছে শ্রীল ভক্তিচারু স্বামী মহারাজ (bcs.jpscare@gmail.com) এবং শ্রীল গোপাল কৃষ্ণ গোস্বামী মহারাজের (gkg.jpscare@gmail.com) শিষ্যদের জন্যে।

নৃসিংহদেব অত্যন্ত কৃপালু। ভক্তেরা বলে যে, স্ট্রোকের পর আমার সেরে উঠাও ভগবান নৃসিংহদেবের কৃপা। যে নিউরোলজিস্টরা আমার চিকিৎসা করছিলেন, তারা বলেছেন তারা কখনও দেখেননি আমার যে প্রকারের স্ট্রোক হয়েছে তা থেকে কেউ সেরে উঠেছে। তারা আমার ঘটনাটি একটি অলৌকিক ঘটনা হিসেবে বিবেচনা করেন।

অক্ষয় তৃতীয়াতে আমি দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনীতে গিয়েছিলাম। শ্রীল প্রভুপাদ আমাকে অনেক নির্দেশনা দিয়েছিলেন। এর মধ্যে কিছু হলো গণ্ডারকে গুলি করার মতো অর্থাৎ কার্যত অসম্ভব! কিন্তু শ্রীল প্রভুপাদ বলেছেন তাই আমি সেগুলি পরিপূর্ণ করার চেষ্টা করছি। তাঁর প্রদত্ত একটি নির্দেশনা ছিল জগন্নাথপুরী মন্দিরে বিদেশী ভক্তদের প্রবেশে ব্যবস্থা করা। যখন তিনি শুনেছিলেন যে, অহিন্দুদের মন্দিরে প্রবেশ করতে দেওয়া হয় না, তিনি নিজেও যাওয়া প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেছিলেন, যেহেতু তারা ভগবান শ্রীচৈতন্য মহাপ্রভুকে ভগবান বলে স্বীকার করে, তাই তাদের উচিত তাঁর ভক্তদেরও স্বীকার করা। শুরুর দিকে আমি পুরীর অন্যতম একজন শঙ্করাচার্যের কাছে গিয়েছিলাম। কিন্তু তিনি আমাকে বলেছিলেন উত্তপ্ত ঘৃত পান করতে এবং মারা যেতে ও তারপর হিন্দু হয়ে জন্মগ্রহণ করতে! তারপর কয়েক বছর আগে আমি পুনরায় পুরীর রাজা গজপতি মহারাজের কাছে একটি পত্র লিখেছি। তো ৫০ বছরের বেশি সময় ধরে আমি বিভিন্নভাবে চেষ্টা করেছি ও বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিদের কাছে গিয়েছি। কিন্তু একজন দয়িতাপতি উল্লেখ করেছেন যে, তাদের শাস্ত্রে লিখিত আছে যে, যদি বিদেশীরা আসে, তাহলে তাদের ভক্তি ভগবান শ্রীজগন্নাথদেবের কাছে এতই আকর্ষণীয় হবে যে, ভগবান শ্রীজগন্নাথদেব মন্দির ছেড়ে তাদের সাথে চলে যেতে পারেন। কিন্তু এখন আমাদের পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জী পশ্চিমবঙ্গের দীঘায় একটি হুবহু একই জগন্নাথ মন্দির নির্মাণ করেছেন। দীঘা হলো গৌড়মণ্ডল ভূমির অন্তর্ভুক্ত এবং জগন্নাথ পুরী শ্রীক্ষেত্রের অন্তর্ভুক্ত। একজন স্থপতি বলেছেন যে, জগন্নাথপুরী মন্দির ও দীঘার জগন্নাথ ধামের মধ্যে স্থাপত্যে কেবল ১৫ মি.মি. পার্থক্য রয়েছে।

সেখানে তিন সেট শ্রীবিগ্রহ রয়েছেন। বড় জগন্নাথ, বলদেব, সুভদ্রা, সুদর্শন এবং ছোট জগন্নাথ, বলদেব, সুভদ্রা, সুদর্শন রয়েছেন এবং শ্রী শ্রী রাধা মদনমোহন রয়েছেন। পুরী থেকে আগত পাণ্ডা ছোট জগন্নাথ বিগ্রহগণের প্রাণপ্রতিষ্ঠা করেছেন। বাকি শ্রীবিগ্রহের প্রাণপ্রতিষ্ঠা আমি করেছি।

জগন্নাথপুরী মন্দিরে একটি ঈগল সুদর্শন চক্রে লাগানো পতাকা খুলে নেয় এবং মন্দিরে ঘড়ির কাঁটার দিকে ও উল্টোদিকে পরিক্রমা করে। এরপর ঈগলটি পুরী অধিবাসীর গৃহের বারান্দায় পতাকাটি ফেলে দেয়। তিনি তারপর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর অনুরোধে সেই পতাকাটি দীঘায় নিয়ে আসে এবং সেই একই পতাকা দীঘা মন্দিরে উত্তোলন করা হয়। আমি চিন্তাও করতে পারিনি যে, ভগবান শ্রীজগন্নাথদেবে এতটা কৃপালু হবেন।

মুখ্যমন্ত্রী এই মন্দিরটি নির্মাণ করেছেন এবং একটি অপরিবর্তনীয় চুক্তির মাধ্যমে ইসকনকে সেবা-পূজার দায়িত্ব দিয়েছে। ইসকন কলকাতার ভাইস প্রেসিডেন্ট শ্রীমান রাধারমণ দাস তা পাওয়ার জন্য কঠোর পরিশ্রম করেছেন। পুরীতে সেবা করার জন্য হাজার হাজার পাণ্ডা রয়েছেন। কিন্তু দীঘায় সেবা করার জন্য আমাদের ভক্ত প্রয়োজন। আমরা শ্রীবিগ্রহগণের পূজা করতে পারি, কীর্তন, গ্রন্থ বিতরণ, প্রসাদ বিতরণ করতে পারি। তো সেবা ও প্রচার করার অনেক সুযোগ রয়েছে। যারা সেখানে গিয়ে সেবা করতে ইচ্ছুক তাদের থাকার স্থান ও প্রসাদ প্রদান করা হবে। এটি আশ্চর্যজনক যে, তারা আমাদের পুরী মন্দিরে প্রবেশ করতে দেবে না কিন্তু ঠিক একইরকম জগন্নাথ মন্দির দীঘায় হলো। আর সেবা পূজার দায়িত্ব আমাদের! আমি বিভিন্ন বিদেশী ভক্তদের কাছেও লিখেছি ও তাদের উৎসাহিত করেছি এমনকি স্বল্প সময়ের জন্য হলেও যেন তারা এই মন্দিরে আসে ও সেবা করে। যদি আপনারা মন্দিরের কোন সেবা করতে আগ্রহী হন, তাহলে শ্রীমান তুলসী প্রিয় দাসের কাছে +91 8369960736 লিখতে পারেন। তিনি আপনাদের সেই সেবার ব্যবস্থা করে দিতে পারেন।

এই মাসে আমি বাংলাদের চট্টগ্রামের বাঁশখালীতে, গদাধর পণ্ডিত ধামে, গদাধর পণ্ডিতের আবির্ভাব তিথিতে যোগ দিয়েছি। আমি জুমে অনুষ্ঠানটি দর্শন করেছি এবং আমি শুনেছি যে, প্রায় ৪০০০ মানুষ এই উৎসবে যোগদান করেছেন।

এখন বৈশাখ মাস চলছে এবং বছরের তিনটি পবিত্র মাসের মধ্যে এটি অন্যতম। ভক্তিবৃক্ষ উন্নয়ন মন্ত্রণালয়ের অধীনে গৌরাঙ্গী গান্ধর্বিকা দেবী দাসী ‘ভক্তি কিডস’ বিভাগের অংশ হিসেবে বৈশাখ মাস চ্যালেঞ্জের আয়োজন করেছে। সেখানে ৮৫০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছে যারা প্রতিদিন নির্দিষ্ট সংখ্যক মালা জপ, কীর্তনে সক্রিয়ভাবে নিযুক্ত হওয়া, শ্লোক শেখা, প্রবচন শ্রবণ করা এবং বিভিন্ন ভক্তিমূলক সেবার সংকল্প গ্রহণ করেছে। প্রতিদিন প্রতিযোগীদের ভিন্ন ভিন্ন কার্যক্রম সম্পন্ন করতে হয়েছে। অংশগ্রহণকারীদের ২০ শতাংশই কৃষ্ণভাবনামৃতে নবাগত ছিল।

আজ নরসিংহ চতুর্দশীর মঙ্গলময় দিনে আমি ভগবান শ্রীনিত্যানন্দ প্রভুর শ্রীপাদপদ্মের অভিষেক করেছি। এটি তামিলনাড়ুর মাদুরাইয়ের অরুপ্পুকট্টাইয়ে স্থাপিত হবে। নিত্যানন্দ প্রভু সেই স্থানে গিয়েছিলেন তার প্রমাণ রয়েছে।

আমি বলতে চাই যে দীক্ষাগ্রহণ সম্পূর্ণই ঐচ্ছিক, কিন্তু যখন কেউ দীক্ষাগ্রহণ করে, তবে তাকে সারাজীবন সেই প্রতিজ্ঞা পালন করতে হবে। দীক্ষার সময় গুরুদেব শিষ্যকে ভগবদ্ধামে ফিরিয়ে নেবার দায়িত্ব গ্রহণ করেন, এবং শিষ্যের দায়িত্ব হলো বিশেষভাবে হরেকৃষ্ণ মহামন্ত্র জপ ও কীর্তন করা- ন্যূনতম দিনে ষোল মালা, এবং চারটি অবশ্যপালনীয় নিয়ম মেনে চলা। তাই যদি তোমরা তা মেনে চলো, তোমরা এই জীবন শেষে নিশ্চিতভাবে ভগবদ্ধামে ফিরে যাবে, এই জন্ম-মৃত্যুময় বদ্ধ জীবনে আর ফিরে আসতে হবে না। আমি অনেক নবীন ভক্তদের দেখেছি, তারা কৃষ্ণভাবনামৃত গ্রহণ করতে উদ্বুদ্ধ হয় এবং দীক্ষাগ্রহণ করে। কিন্তু এরপর তারা তাদের পড়শোনা, পরীক্ষা এসব নিয়ে ব্যস্ত হয়ে পড়ে এবং বলে যে তারা আর ষোল মালা শেষ করার সময় পাচ্ছে না। তাই আমি জোর দিয়ে বলছি যে যখন তোমরা শ্রীবিগ্রহ, অগ্নি, শ্রীল প্রভুপাদ এবং অন্যান্য বৈষ্ণবের সম্মুখে প্রতিজ্ঞা করছ, তখন তা সারাজীবন ধরে পালন করতে হবে।

কখনও কখনও ভক্তরা আমাকে জিজ্ঞাসা করেন, “ভগবানের কাছে ফিরে যেতে হলে কি ব্রাহ্মণ দীক্ষা গ্রহণ করা আবশ্যক?” একবার, শ্রীল প্রভুপাদ আমার হাত ধরে বলেছিলেন, “হরিনাম দীক্ষায় তুমি কিছুটা ছাড় পেতে পারো, কিন্তু ব্রাহ্মণ দীক্ষার ব্যাপারে খুব কঠোর হওয়া উচিত।” গুরুদেবের নির্দেশনায় হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করে কেউ ভগবানের কাছে ফিরে যেতে পারে, কিন্তু যদি কেউ সতর্কতা ও গুরুত্বের সাথে সাধনা করে, তাহলে ব্রাহ্মণ দীক্ষা গ্রহণ করলে মন আরও একাগ্র হয় এবং কৃষ্ণচেতনা বর্ধিত হয়। এছাড়াও, ব্রাহ্মণ দীক্ষা প্রতিষ্ঠিত বিগ্রহের পূজা করার অধিকার দেয়। তবে এর সাথে আরও বেশি দায়িত্বশীল হতে হয়, কারণ একজন ব্রাহ্মণকে বেশি জ্ঞানী ও অভিজ্ঞ বলে মনে করা হয়। তাই যদি তিনি অসতর্ক হন, তাহলে তার প্রতিক্রিয়া আরও বেশি হয়। এই কারণে আমাদের ব্রাহ্মণ দীক্ষা গ্রহণের ব্যাপারে সতর্ক থাকা উচিত। আমি চাই, আমার সব শিষ্যরা ঐকান্তিক হোক এবং ব্রাহ্মণ দীক্ষা গ্রহণ করুক, যদিও ভগবানের কাছে ফিরে যাওয়ার জন্য এটি অপরিহার্য নয়।

কিছু দিন আগে আমি আমার ভক্তি সার্বভৌম ডিগ্রির পরীক্ষা পুনরায় অব্যাহত করেছি। আমি বর্তমানে চৈতন্য চরিতামৃত আদিলীলার প্রশ্নগুলির উত্তর প্রদান করছি। আমি আমার শিষ্যদের কাছ থেকে জেনেছি যে তারা তাদের ভক্তি শাস্ত্রী সম্পন্ন করেছেন এবং তারা ভক্তি বৈভব করার জন্য অনুপ্রাণিত হয়েছেন। তাদের মধ্যে কেউ কেউ বলেছে যে, তারা ভেবেছিল যদি তারা শ্রীমদ্ভগবদ্গীতা প্রতিদিন অধ্যয়ন করে এবং দর্শন জানে, তাহলে সার্টিফিকেটের প্রয়োজন কী? কিন্তু যখন তারা ক্লাসে অংশগ্রহণ করেছে ও পরীক্ষা দিয়েছে, তারা আরও মনোযোগ দিয়েছে এবং সেখানে অনেক বিষয়সমূহ ছিল যা তারা পূর্বে কখনোই জানতো না। অতএব আমি আনন্দিত হয়েছি যে আমার শিষ্যরা শ্রীল প্রভুপাদের গ্রন্থসমূহ নিয়মিতভাবে অধ্যয়ন করার জন্য অনুপ্রাণিত হচ্ছে ও পরীক্ষাগুলি দিচ্ছে। এটি খুব ভালো হবে, যদি সকলেই শ্রীল প্রভুপাদের গ্রন্থ অধ্যয়নের মাধ্যমে যোগ্য হয়ে ওঠে। স্ট্রোকের কারণে আমি খুব ভালোভাবে লিখতে পারছি না, কিন্তু শুনতে পারছি। প্রতিদিন রাতে, শ্রীমান জয়রাধাকৃষ্ণ দাস ব্রহ্মচারী আমার জন্য চৈতন্য চরিতামৃত অধ্যয়ন করেন। মুম্বাইয়ের ভক্তিবেদান্ত বুক ট্রাস্ট (BBT) একটি অ্যাপ তৈরি করেছে, যার নাম ‘Transcend’। এটি ইংরেজিসহ সমস্ত ভারতীয় ভাষায় উপলব্ধ। তাই একজন শাস্ত্রগুলি শ্রবণ করতে পারবেন ও মৌখিক পরীক্ষায় অংশ নিতে পারবেন, যদিও তিনি লিখতে না পারেন।

যদি আপনি শ্রীল প্রভুপাদের শিক্ষা, ভগবান শ্রীচৈতন্য মহাপ্রভুর শিক্ষা ও শ্রীমদ্ভাগবত অধ্যয়ন করেন এবং ব্যাখ্যা করতে পারেন, তাহলে অনেক ভক্ত তৈরি হবে। আমরা হচ্ছি গোষ্ঠ্যানন্দী এবং আমরা ভক্তের সংখ্যা বৃদ্ধি করতে চাই। আমরা ভগবান শ্রীচৈতন্য মহাপ্রভুর করুণা সীমাহীনভাবে সমগ্র বিশ্বজুড়ে বিস্তার করতে চাই। এটি অত্যন্ত কঠিন বিষয় নয়। তাই আমাদের সর্বদাই চিন্তা করা উচিত যে আমরা কীভাবে ভগবানের সন্তুষ্ট বিধান করতে পারি। যদি একজন সর্বদাই চিন্তায় নিমগ্ন থাকেন কীভাবে ভগবানের প্রতি ভক্তিমূলক সেবা সম্পাদিত করতে পারবেন, তাহলে তিনি সদা সম্পূর্ণরূপে দিব্য আনন্দে থাকবেন। সুতরাং আমরা যদি সর্বদা চেষ্টা করি—কীভাবে আমরা ভগবান শ্রীকৃষ্ণের সেবা করতে পারি, সেটিই হবে যথার্থ ও আদর্শ ।

আপনারা সকলে ভগবান নৃসিংহদেবের কাছে প্রতিদিন সুরক্ষার জন্যে প্রার্থনা করতে পারেন। তিনি এতই শক্তিশালী যে যেকোন অমঙ্গল ধ্বংস হবে।

সবসময় হরেকৃষ্ণ মহামন্ত্র জপ ও কীর্তন করুন, পঞ্চতত্ত্বের সেবা করুন এবং কৃষ্ণস্মরণ করুন!

আপনাদের নিত্য শুভেচ্ছক,
জয়পতাকা স্বামী।

JPS/ssdb