Srila Prabhupada Vyasa Puja offering by Bhadracharu das

যুগাচার্য় শ্রীল প্রভুপাদ পদে
দন্ডবত প্রণিপাত।
নিবেদন করি, দন্তে তৃণধরি
ভিক্ষাকরি আশীর্বাদ ।। 1

দেবের ও দুর্লভ শুদ্ধ কৃষ্ণভক্তি
যেচে দাও ঘরে ঘরে ।
দেখি যারে তারে পুনঃ নির্বিচারে
উদ্ধারিলে আপামরে।। 2

অসাধ্য সাধন কাযেতে নিপুণ
তুমি শ্রীল প্রভুপাদ ।
নাম প্রেম দিয়া জগত জীবের
ঘুচাইলে অবসাদ ।। 3

কৃষ্ণ শক্তি বিনা নাম সংকীর্তন
প্রবর্তন নাহি হয় ।
কৃষ্ণ কৃপাশক্তি, কৃষ্ণ কৃপামূর্তি
তুমিই হে দয়াময়।। 4

তাই তো সত্তর বয়সের পর
পাডি দিয়া পারাবার ।
কতো দীনজনে আম্লেচ্ছ যবনে
করেছ তুমি উদ্ধার ।। 5

মোদের শ্রীগুরু বাঞ্ছা কল্পতরু
শ্রী জয়পতাকা স্বামী ।
তব শ্রী চরণে কায়,বাক্য,মনে
সমর্পিত অনুগামী ।। 6

তব আন্দোলনে রক্ষণাবেক্ষণে
সদা অতন্দ্র প্রহরী ।
তব সেবা লাগি জীবন সংগ্রামে
রত দিবস শর্বরী ।। 7

গুরু কৃষ্ণ প্রীত্যে অকুণ্ঠিত চিত্তে
শত শত সেবানন্দ ।
দানিয়া তাহারে কৃতার্থ করিলে
কেন তার স্বাস্থ্য মন্দ ? 8

দায়িত্ব যাঁহারে সুবিধা তাঁহারে
এতো জগতের বিধি
সেবা সংপাদনে প্রদানিহ তাঁরে
সুদীর্ঘ জীবন-নিধি ।। 9

তুমি অনবদ্য সর্ব রোগ বৈদ্য
প্রশংসয়ে সর্বলোক ।
যাদুর পরশে উপশম কর
যাবতীয় রোগ-শোক ।। 10

গৌরাঙ্গ দেবের সেনাপতি ভক্ত
তুমি যে আনন্দধাম ।
তুমি দয়াময় হৈয়া সদয়
পূর্ণ কর মনস্কাম ।। 11

তব নিবেদনে জগন্নাথ দেব
মোদেরে করিবেন দয়া ।
মম গুরুদেবে প্রদান করিবেন
সুস্থ, সবল কায়া ।।12

সমর্থ দাদুর নিকটে নাতির
সকাতর আবদার ।
দেওযালেতে পিঠ ঠেকিলযে মোর
তাই কান্দি বার বার ।। 13

অবোধ অজ্ঞান আমি অর্বাচীন
তবুও করি প্রার্থনা ।
নাতি জ্ঞানে তুমি ভদ্রচারু দাসের
ধৃষ্টতা কর মার্জনা ।। 14